Turki Visa Requirements For Bangladeshi Visa Processing Fee BDT 3000/- Basic Documents: Valid Passport with clear scan copy. Clear Passport size photo (Soft copy). Mobile
অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পৃথিবীর অন্যতম সুন্দর দেশের একটি অস্ট্রেলিয়া। ঐতিহাসিক ও প্রাকৃতিক, উভয় দিক থেকেই সমৃদ্ধ দেশটি। ছুটি কাটানো, বা প্রিয়জনের সাথে সাক্ষাত , নানা কারনেই অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা এর জন্যে আবেদন করতে পারেন।শুধু তাই নয়,অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়া অন্য যেকোন উদ্দেশ্যে তিন মাসের কম সময়ের জন্য অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসার জন্য আবেদন করা সম্ভব। পড়াশুনার উদ্দেশ্য ছাড়াও কেবল মাত্র তিন মাসের কম সময়ের কোন কোর্স করতেও ভিজিটর ভিসায় অস্ট্রেলিয়ান ভিসার আবেদন করা যায়। কারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা আবেদন করতে পারবে? -সাধারনত যেকোনো পাসপোর্টধারী অস্ট্রেলিয়া যেতে ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারে। আবার অস্ট্রেলিয়ায় ভিজিটর ভিসায় অবস্থানকারীরা আরও বেশি সময়ে অস্ট্রেলিয়া থাকতে চাইলে পুনরায় ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারে। -অস্ট্রেলিয়ার নাগরিক বা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারীদের মা-বাবাদের অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য দীর্ঘমেয়াদী ট্যুরিস্ট ভিসা দেয়া হয়। মনে রাখবেন অস্ট্রেলিয়া যেতে ভিসা আবেদন জমা দিতে হবে ভিএফএস সেন্টারে। ঠিকানা:ডেল্টা লাইফ টাওয়ার, ৫ম তলা, প্লট: ৩৭, সড়ক: ৯০, নর্থ এভিনিউ, গুলশান ২, ঢাকা- ১২১২। ই-মেইল:info.ausbd@vfshelpline.com। দীর্ঘ সময় থাকতে হলে বা পুনরায় ভিসা আবেদন করতে যা করবেন- অস্ট্রেলিয়ায় ভ্রমণ বা পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের সাথে দেখা করতে ভিজিটর ভিসা দেয়া হয়। দীর্ঘসময় অবস্থানের জন্য এ ধরনের ভিসা দেয়া হয় না। ভবিষ্যতে আবার ভিজিটর ভিসার জন্য আবেদন করতে চাইল তাকে অবশ্যই লম্বা একটা সময় অস্ট্রেলিয়ার বাইরে কাটাতে হবে। ভিজিটর ভিসার আওতায় অস্ট্রেলিয়ায় এক বা একাধিকবার প্রবেশের সুযোগ পাওয়া যাবে। সাধারণভাবে ভিসার মেয়াদ তিন মাস। তবে ছয় মাস বা একবছর মেয়াদী ভিসাও দেয়া হয়। টুরিস্ট ভিসার জন্যে ভিসা ফি ১২,২০০ টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা ব্র্যাক ব্যাংকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে বাংলাদেশী টাকায় অস্ট্রেলিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে ভিসা ফি জমা দেয়া যায়। ব্যাংক ড্রাফট মাশুল ৩০০ টাকা। ভিএফএস সেন্টারে ব্র্যাক ব্যাংকের একটি কাউন্টারও আছে। ভিসা আবেদন প্রত্যাখ্যাত হলেও ভিসা ফি ফেরত দেয়া হয় না। আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে: এক্ষেত্রে মনে রাখবেনঃ -আবেদনপত্রের সাথে সর্টিফাইড কপি জমা দিলেই চলবে। কোন কাগজের মূল-কপি জমা দেয়ার প্রয়োজন নেই।
অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পৃথিবীর অন্যতম সুন্দর দেশের একটি অস্ট্রেলিয়া। ঐতিহাসিক ও প্রাকৃতিক, উভয় দিক থেকেই সমৃদ্ধ দেশটি। ছুটি কাটানো, বা প্রিয়জনের সাথে সাক্ষাত , নানা